অনলাইন ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া সেকশনের সহকারী প্রকৌশলী (পথ) মোহাম্মদ এরফানুর রহমানকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাত ৮টার দিকে কুলাউড়া রেল স্টেশনের স্টেশন মাস্টারের অফিস কক্ষে রেলওয়ের এক কর্মচারীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক হওয়া রেল প্রকৌশলীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামে।
জানা যায়, এরফানুর রহমান গত ৫ বছর ধরে রেলওয়ে কুলাউড়া সেকশনের সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও অধীনস্থদের নিকট থেকে মাসোহারা আদায় বাণিজ্য শুরু করেন। সম্প্রতি এ বিষয়টি দুদক কর্তৃপক্ষের নজরে গেলে তারা এই রেল কর্মকর্তার কার্যক্রমের গতিবিধির ওপর নজর দেওয়া শুরু করে।
মঙ্গলবার রাতে দুদকের একটি টিম কুলাউড়া রেলওয়ে স্টেশনে অবস্থান করছিলেন। তখন রেলের ওয়েম্যান আবুল হোসেন স্টেশন মাস্টারের অফিস কক্ষে ১০ হাজার টাকা ঘুষ (মাসোহারার টাকা) প্রদান করেন ওই প্রকৌশলীর হাতে। এ সময় দুদক হবিগঞ্জ জেলা সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূরুল হুদার নেতৃত্বে ৫ সদস্যের একটি দল অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ হাতেনাতে তাকে আটক করেন।
কুলাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক সমকালকে বলেন, দুদুক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।