বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বুধবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ১৬ জুলাই পেকুয়ার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক সভায় আওয়ামী লীগকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ছাত্রদল নেতা ফরহাদ। এ ঘটনায় ১৯ জুলাই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, কক্সবাজার থেকে পালিয়ে চট্টগ্রামে আসছিলেন ফরহাদ- এমন সংবাদে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।