চট্টগ্রামে মাঠ প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি

পদবি ও বেতন গ্রেড উন্নীত করাসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন মাঠ প্রশাসনে কর্মরত তৃতীয় শ্রেণির সরকারী কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ব্যানারে কর্মচারিরা তিনদিনের কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার কার্যালয়ে কর্মচারীরা কোনো ধরনের কাজে অংশগ্রহণ করেননি। বাকাসাস কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি মতে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি চলবে।  

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে কর্মবিরতি উপলক্ষ্যে বাকাসস চট্টগ্রাম জেলার সভপতি মো. নাসির উদ্দিীন চৌধুরীর সভপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির সহ সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উদয়ন কুমার বড়ুয়া, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও নুরুল মুহাম্মদ কাদের, চৌধুরী নিউটন বড়ুয়া, বাকাসস চট্টগ্রাম জেলার প্রদীপ কুমার চৌধুরী, কাজলী দেবী, আবদুল মন্নান, বেগম সাদিয়া নুর, সফিউল আলম, মো. জাহাঙ্গীর আলম, রিয়াজ উদ্দিন আহমদ, শোয়াইব মো. দুলু, পরাগ মনি, অপর্ণা দাশ, সাইদুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলম ও শুভ্রা চাকমা।    

বিডি-প্রতিদিন/মাহবুব