অনলাইন ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি নেত্রী ফাতেমা বাদশাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে আটক করা হয়েছে। ফাতেমা বাদশা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উপস্থিত থেকে ফাতেমা বাদশা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের উসকানি দিয়েছেন। তাদের অবস্থান অব্যাহত রাখার অনুরোধ করেছেন। ভিডিও ফুটেজে তার জড়িত থাকার প্রমাণ পেয়ে আমরা তাকে আটক করেছি।’
ফাতেমা বাদশার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
গতকাল শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে আটক করা হয়। ফাতেমা বাদশা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ঢাকায় দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী হত্যার শিকার হলে এর প্রতিবাদে এবং নৌপরিবহনমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে রাজধানীতে আন্দোলন শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রাজধানী অচলের পাশাপশি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতেও বড় আকারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্যান্য জেলা শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ হয়েছে নিরাপদ সড়কের দাবিতে।