দুই কনটেইনার ‘হাইড্রোজেন পারঅক্সাইড’- ডেইলি বাংলাদেশ

কাস্টম হাউস চট্টগ্রামের ডেপুটি কমিশনার আলী রেজা হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৮ সালে তুরস্ক থেকে এ রাসায়নিক আমদানি করেছিল গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। বন্দরের এনসিটি ওয়াই এলাকায় চালানটির দুটি কনটেইনার পড়েছিল। কাস্টম হাউস কর্তৃপক্ষের বিশেষ অনুমোদনে সোমবার স্পট নিলামে সেগুলো বিক্রি করা হয়।

তিনি আরো জানান, আমদানি করা এ রাসায়নিকের গায়ের লেবেলে মেয়াদ খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি বিডারদের জানানো হয়। আগ্রহী বিডারদের নমুনা এনে দেখানো হয়। এর মধ্যে সর্বোচ্চ দর পাঁচ লাখ ২০ হাজার টাকায় এসব রাসায়নিক কিনে নেয় এয়াকুব ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান। দরের সঙ্গে সাড়ে ১৭ শতাংশ ভ্যাট ও ট্যাক্স মিলে ৯১ হাজার টাকা যোগ হবে। টাকা জমা সাপেক্ষে প্রতিষ্ঠানটি মঙ্গলবার ডেলিভারি নিতে পারবে।