ছবি: সংগৃহীত

রোববার (২৬ জুন) মালয়েশিয়ার পেনাং প্রদেশের জালান তেলুক কুম্বার এলাকায় ঘটেছে এ ঘটনা। আর সেই দৃশ্য ধরা পড়েছে দুর্ঘটনাকবলিত স্কুটারের পেছনে থাকা একটি গাড়ির ড্যাশক্যামে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, স্কুটারটি তেলুক কুম্বার থেকে জর্জ টাউনের দিকে যাচ্ছিল। সেই সময় এর এক আরোহীর মাথায় নারকেল পড়ে।

২৮ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, নারকেলের আঘাতে ওই নারীর মাথায় থাকা হেলমেট ছিটকে পড়ে। এর পরপরই চলন্ত স্কুটার থেকে পড়ে যান তিনি এবং পিচঢালা রাস্তার মধ্যখানে বেশ কয়েকবার গড়াগড়ি খেয়ে তারপর স্থির হন।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পেছনে থাকা গাড়িটি দাঁড়িয়ে পড়ে। দ্রুত স্কুটার থামিয়ে সঙ্গীর কাছে ছুটে আসেন অন্য নারী। তাদের দিকে এগিয়ে যান অন্য পথচারীরাও।

আরো পড়ুন>> 

আহত নারীকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

আজরুল মাহাথির আজিজ নামে স্থানীয় এক রাজনীতিবিদ ফেসবুকে ঘটনার ভিডিওটি পোস্ট করে জানান, ভুক্তভোগী নারীর নাম পুয়ান অনিতা এবং তিনি তার নির্বাচনী এলাকা তামান ইমাসের বাসিন্দা।

মাহাথির আজিজ আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান তিনি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোতে নির্দেশ দেন।

পরে ফেসবুকের আরেক পোস্টে এ রাজনীতিবিদ জানান, রাস্তার ওপর বিপজ্জনকভাবে ঝুঁকে থাকা নারকেল গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

ভিডিওটি দেখুন:

[wpcc-iframe id=”reddit-embed” src=”https://www.redditmedia.com/r/nevertellmetheodds/comments/vl68jd/a_coconut_fell_straight_on_a_bikers_head/?ref_source=embed&ref=share&embed=true” sandbox=”allow-scripts allow-same-origin allow-popups” style=”border: none;” height=”619″ width=”640″ scrolling=”no”]

সূত্র: এনডিটিভি