এওমামে জানালার কাঁচ ওপরের দিকে তুলে দিয়ে চাঁদের পানে তাকাল এবং জিজ্ঞেস করল, “অতীত বা নিকট অতীতে তুমি কি কখনো কারো বাহুলগ্না হয়ে শুয়েছ?”
চাঁদ কোনো উত্তর করল না।
“তোমার কি কোনো বন্ধু আছে?” সে আবার জিজ্ঞেস করল।
চাঁদ উত্তর দিলো না।
“সারাক্ষণ এরকম শান্ত হয়ে চুপটি করে থাকতে ক্লান্তি বোধ করো না তুমি?
চাঁদ এবারেও কোনো উত্তর করল না।
“এওমামে চাঁদকে কিছু দিয়েছে কিনা সে সম্পর্কে টেংগোর ধারণা নেই। তবে সে ভালোভাবেই বুঝতে পারল, চাঁদ তাকে কী দিয়েছে। চাঁদ এওমামেকে দিয়েছে দুটো জিনিস- পবিত্র নির্জনতা ও নিরবচ্ছিন্ন শান্তি।
এগুলোই হলো সবচেয়ে ভালো জিনিস, যা চাঁদ একজন মানুষকে দিতে পারে। উপহার হিসেবে।”