দর্পণ ডেস্ক : কিং খানের জার্নি চলছেই, দিওয়ানা, বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া থেকে চলতি বছরের শেষে জিরো।এগুলো তো জানা কথা কিন্তু কিং খানের জীবনের বেশ কিছু না জানা দিকও রয়েছে। তার মধ্যে একটি খবর হলো- চাঁদের মাটিতে তার নামে জমিও রয়েছে যা অনেকেই জানেন না।
এছাড়াও স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছেন বিশ্বের সব সিনেপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠার কারণেই।মালয়েশিয়া থেকে নাইটহুড সম্মানও পেয়েছেন শাহরুখ।হলিউডের টম ক্রুজ বা জনি ডেপের থেকেও বেশি ধনী শাহরুখ খান। এক সমীক্ষায় এমনটি জানা গেছে।
মজার কথা হলো, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের চিত্রনাট্য না পড়েই মত দিয়েছিলেন অভিনয়ে। আসলে আদিত্য চোপড়ার ছবির প্রতি ভালবাসা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। পরের ইতিহাস তো সবারই জানা।