রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহের অবস্থান। ছবি: প্রতিনিধি

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতি ও কার্যকারিতার জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৫, ২৬ ও ২৭ জুলাই ২০২২ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে ২৩ জুলাই থেকে বিভাগীয় অফিস খুলে রাখার জন্য বিভাগীয় প্রধানগণকে অনুরোধ জানানো হয়েছে।