গ্রেফতার রিপন

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ভোরে ডেন্টিস্ট আহমেদ মাহি বুলবুল একটি অটোরিকশায় করে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। কাজীপাড়া বেগম রোকেয়া সরণি রোডে পৌঁছালে পাঁচজন ছিনতাইকারী গাড়িটি আটকে তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা চিকিৎসককে ছুরিকাঘাত করে। এরপর তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বুলবুলের স্ত্রীর অভিযোগ পেয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।

গত ৩০ মার্চ ডিবির মিরপুর জোনের টিম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করে। তারা হলেন- রায়হান সোহেল ওরফে আপন (২৭), রাসেল হোসেন হাওলাদার (২৫), আরিয়ান খান রিদয় (২৩) ও সোলায়মান (২৩)। তারা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন বুলবুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

আহমেদ মাহি বুলবুল মগবাজারের একটি ক্লিনিকে চাকরি করতেন। তিনি তার এলাকায় ‘গরিবের ডাক্তার’ নামে সুপরিচিত ছিলেন।