দর্পণ ডেস্ক : আগামী আসরে অংশ নেবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি-২০ ফ্রাঞ্চাইজিভিত্তিক দল চিটাগং ভাইকিংস। তবে বিপিএল কর্তৃপক্ষ তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আলাপ চালিয়ে যাচ্ছে। চিটাগংয়ের বিপিএলে আসার অনিচ্ছার কথা ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে নিশ্চিত করেছেন টুর্নামেন্টটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল।
তিনি বলেন, সামনের পর্বে চিটাগং অংশ না নেয়ার কথাটি ই-মেইল করে জানিয়েছে। তবে আমরা ফ্রাঞ্চাইজির মালিকের সঙ্গে আলাপ করার অপেক্ষায় আছি। তারা বিপিএলের আগের পাঁচ আসরে অংশ নিয়েছে। তাদেরকে এবারও অংশ নেয়ার জন্য আমরা বোঝাবার চেষ্টা করবো।’
হুট করে বিপিএল থেকে চিটাগংয়ের নাম প্রত্যাহার করার ব্যাপারটি সামনে এসেছে তাদের খেলোয়াড় তালিকা জমা না দেয়ায়। বিপিএলের আগামী আসর হওয়ার কথা ছিল অক্টোবর মাসে। কিন্তু সেটা বিশেষ কিছু কারণে পিছিয়ে নেয়া হয়েছে। আগামী বছরের ৫ জানুয়ারি বিপিএলের পরবর্তী আসর বসার কথা। আর এ লক্ষ্যে সবকটি দলকে খেলোয়াড় তালিকা জমা দিতে বলে বিপিএল কর্তৃপক্ষ।
বিপিএলে যদি চিটাগং শেষ পর্যন্ত না আসে তাহলে অন্য কোন দল যোগ করবে কিনা এমন প্রশ্ন করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। তিনি জানান, যদি চিটাগং না আসে তাহলে তাদের জায়গা পূরণ করা সম্ভব হবে না। সেক্ষেত্রে ছয় দল নিয়েই বিপিএল মাঠে গড়াবে বলে মনে করছেন শেখ সোহেল।
সর্বশেষ বিপিএলের আসরে অংশ নেয়া সাত দল- ঢাকা ডিনামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ানস, রাজশাহী কিংস, খুলনা টাইটানস, রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স, চিটাগং ভাইকিংস।