দর্পণ ডেস্ক :
বন্যায় চীনরে উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনের প্রাণহানি হয়েছে।নিখোঁজ রয়ছেনে অন্তত আটজন।
এ সংবাদ প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলেছে গত সপ্তাহে শুরু হওয়া বন্যায় চীনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ছে। আট হাজার ৭শ এর বেশি বাড়িঘর ক্ষতগ্রিস্ত হয়ছে। এছাড়া কৃষিজমি, রেললাইন, রাস্তা, বৈদ্যুতিক সংযোগ ও টেলিযোগাযোগও ক্ষয়ক্ষতি হয়ছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া বলছে জিনজিয়াং রাজ্যের উইঘুর স্বায়ত্বশাসতি অঞ্চলে গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে,নিখোঁজ রয়েছেন অন্তত আটজন।
একটি জলাধাররে আংশকি অংশ ভেঙেে যাওয়ায় বন্যার সৃষ্টি হয়। প্রত্যকে সকেন্ডেে এক হাজার ৮৪৮ কিউবিক মাটির পানি জলাধারের ওপর দিয়ে প্রবাহিত হইছে।
এদিকে সাড়ে পাঁচ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করছেে কর্তৃপক্ষ।তাদরে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃতদের তাঁবু, ওষুধ ও প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডটিভিি জানিয়েছে সরকারি কর্মকর্তা, মেডিকেল স্টাফ, নিরাপত্তা বাহিনীসহ তিন হাজারের বেশি মানুষ ত্রাণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.