দর্পণ ডেস্ক : চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’র (বিআরআই) বিকল্প চালুর পরিকল্পনা করছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরের মধ্যে এশিয়া ও ল্যাটিন আমেরিকায় অবকাঠামো ও ইন্ধনশক্তি উন্নয়ন প্রকল্পে অর্থায়ন শুরু করা হবে।
এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর অবকাঠামো ও ইন্ধনশক্তি উন্নয়নসংক্রান্ত কাজে অর্থায়নের জন্য যৌথভাবে এ এজেন্ডা হাতে নিয়েছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র।
তাইওয়ানের অর্থমন্ত্রী শু-জাইন রং সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, অবকাঠামো উন্নয়ন প্রয়াসী দেশগুলোকে তহবিল জোগানোর ক্ষেত্রে বিআরআইর বিকল্প ব্যবস্থা বৃহত্তর স্বচ্ছতার সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, প্রাইভেট সেক্টর থেকে সংগ্রহ করা মূলধন ব্যবহার করা হবে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে। এ ব্যাপারে একটি পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও তাইওয়ান।
অর্থায়নের নতুন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গেল সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে বলা হয়, তাইওয়ানের ব্যাংক, বীমা ও অন্যান্য ব্যক্তি খাতের মূলধন জড়ো করে তা দিয়ে অর্থায়ন করা হবে।