অনলাইন ডেস্ক : দিয়া খানম মীম ও আবদুল করিম রাজুরাজধানীতে বাসচাপায় নিহত শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিম রাজুর বাসায় দেখা করতে যাবেন ছাত্রলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ৷ বৃহস্পতিবার দুপুরে গোলাম রাব্বানী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ৷

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা রাজু-দিয়ার বাসায় যাব ৷ মধুতে আমাদের একটি মিটিং আছে, সেটা শেষ করে দুপুর ২টার পরে আমি এবং সভাপতি যাব ৷ আমরা এ নিয়ে আলোচনা করে তারপর নিহত দিয়া এবং রাজুর বাসায় যাব।’

উল্লেখ্য, গত রবিবার কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গত চার দিন ধরেই রাজধানীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এর ধারা বাহিকতায় সাড়া দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন।