নগরের ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দারকে গ্রেফতার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন নগর ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। রবিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালিত হয়। রাকিব হায়দার নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের অনুসারী হিসেবে পরিচিত।
অনশন চলাকালে বক্তব্যে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নিজ দলের নেতাকর্মীদের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু করেছেন তিনি। এমন সময় একজন অস্ত্রধারীকে পদে বসিয়ে প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কতিপয় ছাত্রলীগ নেতা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের