রোববার (২৬ জুন) সিয়াম-অবন্তী দম্পতির ছেলের বয়স দুই মাস পূর্ণ হয়েছে। সিয়াম এ উপলক্ষে সপরিবারে তোলা একটি ছবি পোস্ট করে পিতৃত্বের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি ছেলের নামও জানিয়েছেন।
সিয়াম ক্যাপশনে লিখেছেন, ‘অভিভাবকত্বের দুই মাস। জোরাইজ আহমেদ জায়ানের সুখী বাবা-মা।’
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সিয়াম ছেলে জায়ানকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। সিয়ামকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন অবন্তী। সিয়াম জায়ানের সঙ্গে মিলিয়ে পরেছেন সাদা শার্ট আর অবন্তীর পরনে লাল শাড়ি।
সিয়াম এর আগেও বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেছেন। তবে প্রতিটি ছবিতেই জায়ানের মুখে স্টিকার লাগিয়ে আপলোড করা হতো। সিয়াম-অবন্তী দম্পতি এবারই প্রথম ছেলের চেহারা দেখিয়েছেন। তবে এতে পুরো চেহারা দেখা না গেলেও এক পাশ দেখেই সিয়ামের অনুরাগীরা তৃপ্ত হচ্ছেন।