দর্পণ ডেস্ক : ৭০তম জন্মদিনে একটি বিরল উপহার পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তাকে একটি ট্রাক্টর উপহার দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। বেশ কয়েকটি সাবেক সোভিয়েত দেশের নেতারা সেন্ট পিটার্সবুগের জার আমলের কন্সটান্টিন প্যালেসে জড়ো হয়েছেন। পুতিন সেখানে শুক্রবার হাজির হলে লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন। সোভিয়েত শাসনামল থেকে বেলারুশের শিল্পখাতের গর্ব ট্রাক্টর।
প্রায় তিন দশক ধরে সাবেক সোভিয়েত দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। সাংবাদিকদের তিনি বলেছেন, পুতিনকে যে ধরনের ট্রাক্টর দিয়েছেন তেমন একটি তিনি নিজেও বাগানে ব্যবহার করেন।
এই উপহার পাওয়ার পর রুশ নেতার প্রতিক্রিয়া কী ছিল তা জানা যায়নি। পুতিনকে উপহার দেওয়ার বিষয়টি জানিয়েছে লুকাশেঙ্কোর কার্যালয়।
টেলিভিশনে প্রচারিত বৈঠকে দেওয়া পুতিনের ভাষণে এই উপহারের কথা উল্লেখ ছিল না। ভাষণে তিনি কথা বরেছেন সাবেক সোভিয়েত দেশগুলোর সংঘাত সমাধানের উপায়ের প্রয়োজনীয়তার বিষয়ে।
পুতিন গুরুত্ব দিয়েছেন সন্ত্রাস দমন, অবৈধ মাদক ও অপরাধ মোকাবিলায় তথ্য বিনিময়ের ওপর।
সাবেক সোভিয়েত দেশগুলোর একটি জোট হলো কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস)। আগামী সপ্তাহে কাজাখস্তানের রাজধানী আস্তানাতে সিআইএস দেশগুলোর নেতারা আবার মিলিত হবেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.