অনলাইন ডেস্ক : আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এরইমধ্যে জানা গেছে, এবারের সম্মাননার জন্য তৈরি মেডেলে সোনার ক্যারেট বাড়ছে। নিয়মিত ১৮ ক্যারেটের সোনা দেয়া হলেও এবার সেটা বেড়ে হচ্ছে ১৯ ক্যারেট। তাছাড়া এবারের সোনার মেডেলগুলো বিশেষভাবে পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বরত এক কর্মকর্তা।

এর আগে দেয়া জাতীয় চলচ্চিত্রের সোনার মেডেল ও পিতলের ট্রফিতে মরিচা পড়া নিয়ে মিডিয়াজুড়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে। নতুন করে বিতর্ক এড়াতে এবার আগে থেকেই মেডেলগুলো পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।