মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই (রোববার) কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট অন্তর্ভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট (সোমবার)। এরপর গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) আওতাভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে আগামী ২ এবং ৩ আগস্ট (মঙ্গলবার ও বুধবার)।
জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে আগামী ৩ ও ৪ আগস্ট (বুধবার ও বৃহস্পতিবার)। বিজনেস স্টাডিজ অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন আইবিএ-জেইউ অন্তর্ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে আগামী ৪ আগস্ট (বৃহস্পতিবার)।
এছাড়াও আগামী ৮, ১০ এবং ১১ আগস্ট (সোমবার, বুধবার এবং বৃহস্পতিবার) নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বি ও সি ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত মোট পাঁচটি শিফটে হবে। এ ইউনিটের পরীক্ষা প্রথম দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত ছয়টি শিফটে এবং পরের দিন ৯টা থেকে ১০ টা পর্যন্ত একটি শিফটে হবে। ডি ইউনিটের পরীক্ষা প্রথমদিন সকাল ১০টা ২৫ মিনিটে শুরু হয়ে ৬টা ৪০ মিনিট পর্যন্ত পাঁচটি শিফটে এবং পরেরদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা ৫০ মিনিট পর্যন্ত তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। ‘ই’ ইউনিটের পরীক্ষা দুপুর ১টা ৫০ মিনিটে শুরু হয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত দুইটি শিফটে হবে।
এ ছাড়াও ‘সি ইউনিট’ অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য ৩ থেকে ৬ আগস্টের ভেতর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।
এবারো ভর্তি পরীক্ষায় ৫৫ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর করতে হবে। পাস নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ। প্রতিটি প্রশ্নের মান সমান। আবার প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২০ নম্বর করে কাটা যাবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে ভর্তিচ্ছুর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর যোগ হবে। এভাবে ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে।