নিজস্ব প্রতিবেদক:

পুলিশ অনুমতি না দেওয়ায় শুক্রবার রাজধানীতে সমাবেশ ডেকেছিল জামায়াতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যানে দলটিকে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমতাবস্থায় শুক্রবার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

শুক্রবার সোয়া ১১টায় রাজধানী পল্টনের একটি হোটেলে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।