অর্জুন মালাইকা

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় মুম্বাইয়ের এক নামকরা রেস্তোরাঁয় যেতেই কর্তৃপক্ষ তাদের স্পষ্ট করে জানিয়ে দেন, ‘কোনও টেবিলই ফাঁকা নেই’ 

গার্লফ্রেন্ড মালাইকাকে “ডিনার ডেটে” নিয়ে গিয়েছিলেন বলিউড তারকা অর্জুন কাপুর। তবে সব প্ল্যান গেলো ভেস্তে। রেস্তোরাঁয় বসে রোম্যান্টিক ডিনারের বদলে পার্সেল নিয়ে ফিরতে হল এই জুটিকে। তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ার সেই খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।

রবিবার (১ মার্চ) সন্ধ্যায় হাতে ছিলো বেশ কিছুটা সময়। মুম্বাইয়ের এক নামকরা রেস্তোরাঁতে ওই কাপল যেতেই রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের স্পষ্ট করে জানিয়ে দেন, “কোনও টেবিলই ফাঁকা নেই।” বাধ্য হয়েই তাই খাবারের প্যাকেট বাড়িতে নিয়ে ফিরে আসেন তারা। 

যদিও পাপ্পারাজিরা পৌঁছে গিয়েছিলো সেখানেও। ক্যাজুয়াল টি-শার্টে অর্জুন ও কাট আউট ড্রেসে মালাইকা ধরা দেন তাদের ক্যামেরায়।