অনলাইন ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মিথ্যা অপসৃত হচ্ছে, সত্য প্রকাশিত হচ্ছে। জনতার আদালত ও আইনের আদালতে জিয়া-খালেদা-তারেক অপরাধী। তারা বাংলাদেশ রাষ্ট্র, জনগণ, সংবিধান ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ভয়ঙ্কর অপরাধ করেছেন।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তমের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ইনু এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কর্নেল তাহেরসহ শত শত অফিসার হত্যা ও ক্যান্টনমেন্টগুলোকে কসাইখানা বানানোসহ জিয়াউর রহমানের সব রাজনৈতিক দুষ্কর্মের তদন্ত, শ্বেতপত্র প্রকাশ ও বিচারের জন্য কমিশন গঠন করতে হবে।

ইনু বলেন, খালেদা-তারেক শোধরাননি। তারা জিয়ার পথেই দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, অপরাধের রাজনীতি, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ লালন, অশান্তির আগুন জ্বালিয়ে যাচ্ছেন। বিএনপি এদেশের রাজনীতিতে সব অশান্তির উৎস। রাজনীতি ও নির্বাচনের মাঠ থেকে বিএনপি নামের বিষবৃক্ষ চিরদিনের জন্য উপড়ে ফেলতে সব গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হবে।

সভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, নাদের চৌধুরী, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, সফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান প্রমুখ।

সাম্যবাদী দল (মার্পিস্ট) জাসদে একীভূত: বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্পিস্ট) সাধারণ সম্পাদক ধীমান বড়ূয়া দলকে বিলুপ্ত করে জাসদে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ধীমান বড়ূয়া তার দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারের সঙ্গে সাক্ষাৎ করে এই ঘোষণা দেন। হাসানুল হক ইনু সাম্যবাদী দলের (মার্পিস্ট) নেতাদের ফুলের তোড়া দিয়ে জাসদে বরণ করে নেন।

এদিকে শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান এমপির নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান পদত্যাগ করে জাসদে যোগ দিয়েছেন। হাসানুল হক ইনু মুক্তাদিরকেও ফুলের তোড়া দিয়ে জাসদে স্বাগত জানান।