লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার চলবিল অধ্যুষিত সিংড়া উপজেলার শেরকোলে নাটোর-বগুড়া মহাসড়কের দক্ষিণে ১৫ একর জমির ওপরে প্রধান অতিথি হিসেবে এই সেন্টার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে হার্ডওয়্যার ও সফ্টওয়্যার ম্যানুফেকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠিত করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকার সারাদেশেই হাই টেক পার্ক এবং সফ্টওয়্যার পার্ক নির্মাণে কাজ করে চলেছে। আগামী ২০২১ সালের মধ্যে দেশে আইসিটি সেক্টরে এক মিলিয়ন লোকের কর্মস্থানের সৃষ্টি হবে এবং এই খাত থেকে বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আয় করা যাবে। আইসিটি ইন্ডাষ্ট্রিতে বৈশি^ক বিনিয়োগকারীদের জন্য হাই-টেক পার্ক বিনিয়োগের কেন্দ্রে পরিণত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। আর এক্ষেত্রে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার হকে তথ্য-প্রযুক্তি মিনি সিঙ্গাপুর। প্রতিমন্ত্রী আরও বলেন, সিংড়াতে ইনকিউবিশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং ও টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের কাজ শেষ হলে চলনবিল এলাকা একটি ইকোনোমিক হাবে পরিণত হবে। এতে সিংড়ার ২০ হাজার তরুন-তরুণীর কর্মসংস্থান হবে। সরকার একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ধারাবাহিক ভাবে বিশ^মানের প্রশিক্ষণের মাধ্যমে তথ্য-প্রযুক্তি খাতে প্রশিক্ষিত জনবল তৈরি করছে। অনুষ্ঠানে শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবিশন সেন্টার প্রকল্পের পরিচালক গৌরী শংকর ভট্টাচার্য্য জানান, আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বাংলাদেশ হাই-কেট পার্ক কর্তৃপক্ষ নাটোরের সিংড়া সহ দেশের সাতটি স্থানে শেখ কামাল আইটি ট্রেনিং এ্যান্ড ইনকিউবিশন সেন্টার স্থাপন প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় প্রায় ১৫ হাজার ব্যাক্তিকে আইটি বিষয়ে প্রশিক্ষণ দিবে। এছাড়াও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তপক্ষ দেশের ২৮টি স্থানে হাই-টেক/সফটওয়্যার পার্ক স্থাপন করছে। সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল।
বাড়ি তথ্য প্রযুক্তি জুনাইদ আহমেদ পলক এমপি নাটোরে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবিশন সেন্টারের...