অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা পেতে সম্ভাব্য সব কিছুই করছেন পাওলো দিবালা। গোল করে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। শনিবার তার হ্যাটট্রিকে বেনেভেন্টোকে ৪-২ গোলে হারায় জুভেন্টাস। এ জয়ের ফলে ইতালিয়ান সিরি আ’তে নিজেদের শীর্ষস্থানটা ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেল জুভরা। ৩১ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শির্ষে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। এক ম্যাচ কমে ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নাপোলি।
ক’দিন আগে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল জুভেন্টাস। শনিবার খর্বশক্তির দল বেনেভেন্টোর বিপক্ষে জিতে সেই হারের ধাক্কাটা সামলে নিল তারা। এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই বুধবার রিয়ালের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচ খেলবে জুভরা। অবশ্য অতিথি দলটিকে সহজে জিততে দেয়নি পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বেনেভেন্টো। দুই দুইবার এগিয়ে থাকার পরও জয়ের জন্য বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শেষ পর্যন্ত ত্রাতারূপে থাকেন দিবালা। আর্জেন্টাইন এই তারকা দুই বার এগিয়ে দেন জুভেন্টাসকে। দুই বারই বেনেভেন্টোকে ম্যাচে ফেরান দিয়াবাতে। কিন্তু শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। ৭৪ মিনিটে হ্যাটট্রিক করে জুভদের তৃতীয়বার এগিয়ে দেন দিবালা। আট মিনিট পর স্কোর লাইন ৪-২ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডগলাস কস্তা। চলতি লীগে ২১ গোল করলেন দিবালা।