মাত্তিয়া ডি সিজলিও

ধারের খেলোয়াড় হিসেবে লিয়ঁ থেকে ফেরার পর গত মৌসুমে জুভেন্টাসের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন ডি সিজলিও। ২৯ বছর বয়সি এই ফুল ব্যাক ২০১৭ সাল থেকে তুরিনের জায়ান্ট ক্লাবে চুক্তিবদ্ধ হয়ে আছেন।

এই সময় তিনি তিনটি লিগ শিরোপার পাশাপাশি জয় করেছেন একটি ইতালীয় কাপ শিরোপা। ইতালীয় জাতীয় দলের হয়ে ৪০টি আন্তর্জাতিক ম্যাচেও অংশগ্রহন করেছেন তিনি।       

গত বছর চতুর্থ অবস্থান নিয়ে সিরি এ লিগ মিশন শেষ করেছে জুভেন্টাস। ২০১০ সালের পর প্রথম ট্রফি শুন্য কোন মৌসুম শেষ করেছে ক্লাবটি।