ঢাকা: যুগপৎ আন্দোলনের এক দফা দাবিতে রাজপথে একের পর এক কর্মসূচি পালন করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো। গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে বিএনপির বেশ-কিছু নেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দলের মধ্যেই।
অবস্থান কর্মসূচি সফল না হওয়ার পেছনে নেতাদের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করছেন দলটির নীতিনির্ধারকেরা। সাংগঠনিক শক্তি বাড়াতে দলের ভেতর শুদ্ধি অভিযান চালাচ্ছে বিএনপি।
আপাতত কঠোর কোনো কর্মসূচি না দিলেও যুগপৎ আন্দোলনের এক দফা দাবিকে বেগবান করতে ঢাকায় গণমিছিল কর্মসূচি পালন কবে মহানগর উত্তর- দক্ষিণ বিএনপি। এই কর্মসূচিতে সর্বস্তরের নেতাদের ভূমিকা মূল্যায়ন করা হবে বলে দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।
শুক্রবার (১১ আগষ্ট) জুমার নামাজের পর ঢাকায় পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি বাড্ডার সুবাস্ত টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।