এবার ইউনিট কমানোসহ ভর্তি পরীক্ষার বেশকিছু বিষয়ে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিটে পরিবর্তন আনার কারণে এবারের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রেও কিছু ব্যতিক্রম থাকবে।
এবারো ভর্তি পরীক্ষায় ৫৫ মিনিটে ৮০টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান সমান। আবার প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২০ নম্বর করে কাটা যাবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে ভর্তিচ্ছুর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর যোগ হবে। এভাবে ১০০ নম্বরের মূল্যায়ন করা হবে।
মূল পরীক্ষায় এবার কিছুটা পরিবর্তন এসেছে। তাই ভর্তি পরীক্ষার নতুন মানবণ্টন জেনে নেয়া জরুরি।
ইউনিট ভিত্তিক মানবণ্টন
‘এ’ ইউনিট
এ ইউনিট গঠিত হয়েছে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ নিয়ে। এর সঙ্গে এই ইউনিটে এবার যুক্ত হয়েছে ইনস্টিটিউটে অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)।
এ ইউনিটের ভর্তি পরীক্ষায় গণিতে ২২, রসায়নে ২২, পদার্থবিজ্ঞানে ২২, বাংলায় ৩, ইংরেজি ৩ ও আইটিতে ৮ নম্বরের প্রশ্ন থাকবে।
‘বি’ ইউনিট
বি ইউনিট গঠিত হয়েছে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে। এর সঙ্গে এবার আইন ও বিচার বিভাগ যুক্ত হয়েছে।
বি ইউনিটে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ গণিতে ৫ এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও মানসিক দক্ষতায় (আইকিউ) ২৫ নম্বরের প্রশ্ন থাকবে।
‘সি’ ইউনিট
সি ইউনিট মূলত কলা ও মানবিক অনুষদ নিয়ে গঠিত। বিগত বছরগুলোতে সি১ ইউনিটের অধীনে চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা হলেও এবার সেটি সি ইউনিটের অধীনেই হবে। পাশাপাশি বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষাও সি ইউনিটের আওতায় অনুষ্ঠিত হবে।
সি ইউনিটে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫, সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে।
‘ডি’ ইউনিট
ডি ইউনিট গঠিত হয়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে। ডি ইউনিটে এবার নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি।
ডি ইউনিটে রসায়নে ২৪, উদ্ভিদ বিজ্ঞানে ২২, প্রাণিবিদ্যায় ২২, বাংলা ও ইংরেজিতে ৮ এবং বুদ্ধিমত্তায় ৪ নম্বরের প্রশ্ন থাকবে।
‘ই’ ইউনিট
ই ইউনিট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ নিয়ে গঠিত। তবে এবার ই ইউনিটভুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)।
ই ইউনিটে বাংলায় ১০, ইংরেজিতে ৩০, গণিতে ২৫ ও সমসাময়িক ব্যবসায়িক বিষয়াবলীতে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।
পরীক্ষার ধরন
সব ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষার সময় থাকবে ৫৫ মিনিট এবং পাস নম্বর ন্যূনতম ৩৩ শতাংশ। তবে ভর্তির জন্য বিষয় ভিত্তিক নির্ধারিত নম্বর পেতে হবে।