রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সাবাশ বাংলাদেশ ভাষ্কর্য’: ডেইলি বাংলাদেশ

কোন ইউনিটে কত আবেদন: আগেই জানানো হয়েছে এবারের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘এ’ ইউনটি। এই ইউনিটে মোট আবেদন করেছে ১ লাখ ৪৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘বি’ ইউনিট। এই ইউনিটে আবেদন করেছে ১ লাখ ৩ হাজার শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘সি’ ইউনিট। এই ইউনিটে আবেদন করেছে ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী।

প্রাথমিক আবেদনের ফলাফল: প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের জন্য মনোনিত করা হবে। আগামী ১৪ জুন চূড়ান্ত আবেদনের ফলাফল প্রকাশ করা হবে। মূলত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ফলাফলের ভিত্তিতে এই মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রত্যেক ইউনিটে মাত্র ৭২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদনের জন্য মনোনিত করা হবে।

কবে চূড়ান্ত আবেদন: আগামী ১৪ জুন চূড়ান্ত আবেদনের জন্য মেধা তালিকা বিশ্ববিদ্যালয়েল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এরপর ১৫ জুন থেকে শুরু হবে চূড়ান্ত আবেদন, যা চলবে ২৮ জুন পর্যন্ত।

আবেদন ফি: চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার একশত টাকা (সার্ভিস চার্জসহ)।

ভর্তি পরীক্ষা: আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে।

পরীক্ষা পদ্ধতি: বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd -তে পাওয়া যাবে।