জয়লাভের সুযোগ পেলে মানুষের কাজে লাগাবো : রেজাউল

নির্বাচনে মেয়র পদে জয়লাভের সুযোগ পেলে সেই সুযোগ চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের উন্নয়নে কাজে লাগাবেন উল্লেখ করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, আল্লাহ আমাকে যখন নির্বাচন করার সুযোগ দিয়েছেন, সেই সুযোগ আমি কাজে লাগাতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন। এখন নগরবাসী একবার জয়লাভের সুযোগ দিলে নির্বাচনে আমি কামিয়াব হবো।

শনিবার সকালে নগরের চান্দগাঁও ওয়াছিয়া আহমদিয়া সুন্নিয়া এতিমখানা ও মাদ্রাসার অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এক সময় চান্দগাঁওসহ আশপাশের এলাকা নিয়ে বৃহত্তর বাকলিয়া ছিল। এখন বিভক্ত হলেও আমরা সবাই বৃহত্তর বাকলিয়ার সন্তান। আপনাদের ভাই, বন্ধু হিসেবে আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন। সবার মতামত নিয়ে পরিকল্পিত আধুনিক নগরী গড়ে তুলবো।

বিডি-প্রতিদিন/শফিক