দর্পণ ডেস্ক : ইউএস ওপেনে প্রত্যাশিত জয়ই পেয়েছেন ফেবারিট নোভাক জোকোভিচ। ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্যে প্রথম রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন দামির জুমহুরকে।

৩৩ বছর বয়সী সার্বিয়ানের সামনে সেভাবে বাধা হয়ে দাঁড়াতে পারেননি জুমহুর। প্রথম সেট জোকোভিচ ৬-১ গেমে জিতলেও দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন। তবে ৬-৪ গেমে জিতে নেন এই সেট। পরে শেষ সেটও তিনি জিতে নেন ৬-১ গেমে।

জোকোভিচের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন যারা সেই অ্যালেক্সান্ডার জেরেভ ও স্তেফানোস সিসিপাসও প্রথম রাউন্ডের বাধা উতরে গেছেন।