আলিম সোহেল সাভার থেকে : সাভার হেমায়েতপুরে গড়ে উঠেছে বিপুলসংখ্যক কীটনাশক তৈরির কারখানা। লাইসেন্সের কোন বালাই নেই- নেই শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। করােনা ভাইরাসের এই কঠিন সময়েও শ্রমিকদের জন্য নেই মাস্কসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রী। এমনিতেই সাভার হেমায়েতপুরের এই এলাকাটি সম্পূর্ন শ্রমিকনির্ভর এলাকা তাই অল্প আচেও এখানে বেশি উত্তপ্ত হয়। মহামারির এই সময়ে যেখানে একজন থেকে শতজন সংক্রমিত হচ্ছে সেখানে বিষ ফ্যাক্টরিগুলো চলছে আপন স্টাইলে। এলাকাবাসীর অভিমত দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকার সবাই সংক্রমনের ঝুঁকিতে পড়বে।
প্রশাসনের সাথে কথা বলে জানা যায়, তদারকি সংক্রান্ত লোকবলের অভাবে সবকিছু তদারকি সম্ভব নয়, তবে শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.