অনলাইন ডেস্ক : গতকালের সেরা ছবি এটি , শেয়ার পর শেয়ার হচ্ছে ফেইসবুক-এ ! শেয়ার করতে যেন পিছিয়ে নেই সবাই ! ছবিটি গতকাল বৃষ্টিস্নাত দিনে প্রেমিক-প্রেমিকার চুম্বনরত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা। তবে এই পর্যন্ত ব্যাপক সাড়া পেয়েছে এই ছবিটি !
কেউ কেউ ছবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছে। এটি একটি সাজানো ছবি হিসেবে মন্তব্য করেছেন অনেকে। আবার কেউ বলছেন এডিট করে চুম্বনরত প্রেমিক যুগলের ছবি সেখানে বসানো হয়েছে। এই নিয়ে রীতিমত বিতর্ক শুরু হয়েছে। তবে বিতর্কের জবাব দিয়ে এই আলোচিত ছবিটি ধারনকারী আলোকচিত্রী জীবন আহমেদ জানালেন ছবিটি তার তোলা। এখানে কোনো কিছু এডিট করা হয়নি। এবং সাজানোও না।
আলোচিত এই ছবিটি নিয়ে জীবন আহমেদের সাথে কথা হয়। জীবন বলেন, ‘সোমবার দুপুরে যখন বৃষ্টি হচ্ছিলো আমি তখন টিএসসি ছিলাম। বৃষ্টির ছবি তুলছিলাম। ঠিক সে সময়েই এই যুগলের ছবি তুলি। ছবিটি সোমবার বেলা ২টা থেকে আড়াইটার ভেতর তোলা হয়েছে।’ এরপর নিজের ফেসবুক ওয়ালে ছবিটি পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে সেই সাথে শুরু হয় বিতর্কও।
সিনিয়র সাংবাদিক মোস্তাফিজ শফি তার ফেসবুক ওয়ালে এই ছবির সত্যতার প্রশ্ন তুলে একটি স্টাটাস দেন। তিনি লিখেন, ‘টিএসসির একটি ছবি নিয়ে ফেসবুকে বেশ আলোচনা হচ্ছে। ছবিটি ভাইরালও হয়েছে। কিন্তু শুরু থেকেই সন্দেহ হচ্ছিলো। তাই সন্ধ্যায় ঘটনাস্থলে পাঠালাম সহকর্মী ফটোসাংবাদিক মামুনুর রশিদকে। ঠিক একই এঙ্গেল থেকে সেখানকার একটি ছবি তোলে আনতে তাকে অনুরোধ জানালাম। কিছুক্ষণ আগেই হাতে পেয়েছি মামুনের তোলা ছবি। কারো ইচ্ছে হলেই ভাইরাল ছবিটির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। সহজেই বোঝা যাবে পেছনে ব্যাগ্রাউন্ড বদলানো হয়েছে। একজন ফটো বিশেষজ্ঞ বললেন, যে দুই নরনারীর ছবি ওইখানে আছে সেটাও বৃষ্টির ছবি নয়। অর্থাৎ ছবিটি বদলানো হয়েছে কমপক্ষে তিন লেয়ারে। বুঝতে পারছিনা এই ছবি প্রকাশের উদ্দেশ্য কী- আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আরও সাহসী হচ্ছি এটা বুঝানো, নাকি বিশ্ববিদ্যালয়কে প্রতিক্রিয়াশীল গোষ্ঠির কাছে বিতর্কিত করা?’
এ বিষয়ে আলাপকালে জীবন আহমেদ বলেন, ‘উনি একজন গুনি মানুষ। আমার সিনিয়র। ব্যক্তিগত ভাবে পরিচয় না থাকলেও আমি তাকে চিনি, সন্মান করি। তিনি চাইলেই এই ছবির বিষয়ে আমার একটা বক্তব্য নিতে পারতেন। তাতে তার জন্য ছবিটির সত্য মিথ্যা ‘জাস্টিফাই’ করা আরো সহজ হতো।’
জীবন বলেন, ‘একটি ছবি নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হয়। হতে পারে এটা। অস্বভাবিক কিছু না। সময়ই আসলে বলে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা। এর আগেও আমার বেশ কিচু ছবি আলোচিত হয়েছে এবং ভাইরাল হয়েছে। তবে এই মাত্রায় প্রশ্ন ওঠেনি। এবার মনে হয় একটু বেশিই হলো…। তবে এসব নিয়ে আমি ভাবছি না।’
লেটেস্টবিডিনিউজ.কম