দর্পণ ডেস্ক : রবিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর। এদিন কার্ডিনিয়া পার্ক স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। প্রথম রাউন্ড থেকে চারটি দল সুপার টুয়েলভে অংশ নেয়ার সুযোগ পাবে। প্রথম পর্বের ম্যাচগুলো হবে জিলং ও হোবার্টে। শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের সঙ্গে প্রথম পর্বে খেলবে বাছাই উতরে আসা চার দল। আগের তিন আসরে প্রথম পর্ব খেলে চূড়ান্ত পর্বে যেতে হলেও এবার র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
২২ অক্টোবর বিশ্বকাপের পর্দা উঠলেও হোবার্টে বাংলাদেশের মিশন শুরু হবে ২৪ অক্টোবর। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্স-আপের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ অক্টোবর সিডনিতে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্রিসবেনের গ্যাবায় ৩০ অক্টোবর প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর অ্যাডিলেডে হবে বাংলাদেশের শেষ দুটি ম্যাচ। ২ নভেম্বর ভারত পরীক্ষার পর ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানরা।
সুপার টুয়েলভ শেষে সিডনিতে ৯ নভেম্বর হবে প্রথম সেমিফাইনাল। পরদিন দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু অ্যাডিলেড। আর ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে হবে কুড়ি ওভারের বিশ্বকাপের ফাইনাল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.