দর্পণ ডেস্ক : বয়সের ভার তো আছেই, সেই সঙ্গে চোটাঘাতের সঙ্গে লড়াই করে আর হয়তো কুলিয়ে উঠতে পারছিলেন না রজার ফেদেরার। তাই এবার তিনি টেনিস কোর্টকে বিদায় বলে দেয়ার সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ৪১ বছর বয়সী ফেদেরার অবসর ঘোষণা করেছেন। চলতি বছরের লেভার কাপই হবে এই সুইস কিংবদন্তির শেষ এটিপি আসর। লন্ডনে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে।
২০টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার দীর্ঘ টুইট বার্তায় অবসরের কারণ সম্পর্কে লিখেছেন, ‘আপনারা অনেকেই জানেন, তিন বছর ধরে আমি একের পর এক ইনজুরি এবং অস্ত্রোপচারের সম্মুখীন হয়েছি। প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে আমি কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি নিজের শরীরের কার্যক্ষমতা এবং সীমা সম্পর্কে জানি। দেরিতে হলেও শরীরের এই বার্তা আমাকে গ্রহণ করতে হয়েছে। কারণ আমার বয়স এখন ৪১ বছর।’ তিনি আরো লিখেছেন, ‘আমি ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে উজাড় করে দিয়েছে, যা কখনো স্বপ্নেও ভাবিনি এবং আমি মনে করি, এটাই প্রতিযোগিতামূলক ক্যারিয়ারকে বিদায় জানানোর সেরা সময়। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপ অনুষ্ঠিত হবে। সেটাই আমার শেষ এটিপি ইভেন্ট। ভবিষ্যতে অবশ্যই টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা কোনো ট্যুরে নয়।’