ছবি: ডেইলি বাংলাদেশ

নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক পাবনার ভাঙ্গুড়ার রফিকুল গাজীর ছেলে মো. বেলাল হোসেন ও সহকারী সিরাজগঞ্জের তাড়াশের উজ্জ্বল।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ জানান, রাজশাহীর বাঘা থেকে আম নিয়ে একটি পিকআপ ভ্যান বরিশাল যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বালুভর্তি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। 

এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।