দর্পণ ডেস্ক : রাসেল ডমিঙ্গো এখন থেকে তিনি শুধু টেস্ট এবং ওয়ানডে দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন কোচিং প্যানেল বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন তথ্যই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ডমিঙ্গোর সঙ্গে চুক্তি থাকবে। রাসেল ডমিঙ্গো তো টি-টোয়েন্টিতে না। সে ওয়ানডে ও টেস্টে। আমরা টি-টোয়েন্টিটাকে আলাদা করেছি।’
টি-টোয়েন্টিতে হেড কোচ কে হবেন সেই প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে হেড কোচ বলতে এখনো কেউ নাই। কারণ আমাদের ব্যাটিং কোচ আছে, স্পিন বোলিং কোচ আছে, পেস বোলিং কোচ আছে, ফিল্ডিং কোচ আছে, অধিনায়ক আছে। তবে আমরা টি-টোয়েন্টির জন্য একজন টেকনিক্যাল কনসাল্টেড নিয়েছি। সে আমাদেরকে গেম প্ল্যানটা দেবে। গেম প্ল্যানটাও যদি সে দেয় তাহলে হেড কোচ করবে কী আর!’
এশিয়া কাপে ডমিঙ্গো না গেলেও দলের সঙ্গে থাকবেন পাপন, ‘টিম ডিরেক্টর আছে, জালাল ভাই আছেন। আমি আছি এবার, আর কি?’
বিসিবি সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন ডমিঙ্গোও। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন পাপন। টি-টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য আরেকটা দায়িত্ব পেয়েছেন ডমিঙ্গো। এখন থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দিকে নজর রাখবেন তিনি। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কোন প্রক্রিয়ায় ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করা যায়, সেদিকেও তিনি মনোযোগ দেবেন।