অনলাইন ডেস্ক : সরকারের তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ছয়টি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্পাদক পরিষদ নেতৃবৃন্দ।
তবে আইনমন্ত্রী আনিসুল হক সকলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে একটি গ্রহণযাগ্য ও যুগোপযোগী আইন প্রণয়নের কথা বলেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সচিবালয়ের আইন মন্ত্রনালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আইনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সম্পাদকদের পক্ষে গভীর উদ্বেগের বিষয়টি বৈঠকে তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
সম্পাদকরা বলেন, আইসিটি আইনে ২১,২৫,২৮,৩১,৩২ ও ৪৩ এই ধারাগুলি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা বিদ্যমান এই ধারাগুলি নিয়ে আপত্তি তুলে তা বাতিলের জন্য মন্ত্রণালয়ের কাছে আবেদন জানান।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আগামী ২২ এপ্রিল আইিসটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সম্পাদকদের এই উদ্বেগের বিষয়গুলো উত্থাপন করা হবে।
মন্ত্রী জানান, সকলের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও যুগোপেযাগী আইন প্রণয়ন করা হবে।
বৈঠকে সম্পাদকদের মধ্যে মাহফুজ আনাম ছাড়াও নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলোর মতিউর রহমান, নিউ এজের নূরুল কবির, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, ইনকিলাবের এ এফ এম বাহাউদ্দিন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সংবাদের খন্দকার মুনিরুজ্জামান, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন এবং বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ অংশ নেন।