ছবি: সংগৃহীত

তিনি বলেন, উদ্ধার হওয়া লাশ দুটির মধ্যে একটির পাশে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বুট ও পিপিইর আলামত পেয়েছি। অন্যটির পাশে সিকিউরিটির পোশাকের পোড়া অংশ পেয়েছি। তাই লাশগুলোর একটি ফায়ার সার্ভিসের সদস্যের ও অন্যটি ডিপোর সিকিউরিটির দায়িত্বে থাকা কারো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ডিএনএ টেস্ট শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৪১ জনের প্রাণহানির খবর জানায় চট্টগ্রাম জেলা প্রশাসন। নতুন করে দুজনসহ প্রাণহানির সংখ্যা ৪৩। এছাড়া দগ্ধ ও আহত হয়ে চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক।