জাহিদ হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দুই বছরের শিশু সাবিকের মরদেহ পাশ্ববর্তী ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে তার বাড়ীর পার্শ্ববর্তী ডোবার কচুরিপানার মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সাকিব কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া আস্তানগর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার (১১ নভেম্বর) সকালে সাকিব বাড়ীর পার্শে খেলা করছিলো। পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকালে পাশ্ববর্তী একটি ডোবাতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।