ঢাকার স্টাইলে নির্বাচন করতে দেবে না বিএনপি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকার স্টাইলে নির্বাচন করতে দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরী। রবিবার বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যালয় উদ্বোধকালে এ কথা বলেন তিনি।

মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা এসএম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপি নেতা এম নাজিম উদ্দিন, রোজি কবির, জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, আবুল হাসেম বক্কর প্রমুখ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম সার্কিট হাউজে নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছে বলে দাবি করেছেন আমীর খসরু। তিনি বলেন, ‘একজন মন্ত্রী কিভাবে দলীয় নেতা কর্মীদের নিয়ে রুদ্ধদার বৈঠক করতে পারেন। তিনি নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন।’

দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়ে খসরু বলেন, নেতা কর্মীদের নির্বাচনী কাজ যেন প্রধান নির্বাচনী কেন্দ্র ভিত্তিক না হয়। সবাইকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দলীয় প্রার্থীর জন্য কাজ করতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর হয়ে কাজ করতে হবে।’

বিডি প্রতিদিন/মজুমদার/সেলিম