অনলাইন ডেস্ক : ঢাকাস্থ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন কল্যাণ সমিতির আহবায়ক কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সকালে রাজধানীর পল্টন টাওয়ারের স্পেশালাইজড টেক্সটাইল অ্যাসোসিয়েশনের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির আহবায়ক শাহ রেজাউল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্চ কমিটির প্রতিনিধি জনাব খাইরুল আহসান মিন্টু সহ কমিটির সদস্যবৃন্দ। উল্লেখ্য গত আঠার এপ্রিল পল্টনে মেহরাবা প্লাজায় ১০ম তলায় সার্চ কমিটির আহবায়ক লায়ন এড.ড.এম. হারুনুর রশিদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহ রেজাউল করিমকে আহবায়ক করে একচল্লিশ বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করাহয়। কমিটির সদস্যরা হলেন শাহ রেজাউল মাহমুদ, এ্যাড. খাইরুল আহসান মিন্টু , গোলাম কবির , মো:আবুবকর সিদ্দিক চৌধুরী , মো: সোহেল রানা, ,মো: মশিউর রহমান (বাবলু), মো: রেজাউল করিম হিরন , জাওহার ইকবাল খান, রেজাউল আলম বাদল খান , শিকদার শামীম আহম্মেদ ,হাজী মো: সাহাদত হোসেন, মাহমুদুল হাসান মুহিব ,আবু জাফর বেপারী , শাহীন পারভেজ , সানা-উল্লাহ সোহাগ , নূর ই আলম , সিরাজুল ইসলাম নান্নু, সৈয়দ ওমর ফারুক পান্না , আসাদুল ইসলাম গিয়াস , জনাব মনিরুল ইসলাম মোল্লা , সৈয়দ মো: মামুন , রেজাউল করিম নান্নু ,ইব্রাহীম মুসুল্লী , সৈয়দ আসাদুল ইসলাম জনি, রিয়াজুল ইসলাম নাসির , মো: সাইফুল ইসলাম বাদল , তারিকুল ইসলাম রাসেল , কাওসারুল ইসলাম খোকন , মনিরুল ইসলাম , জাহিদ হাসান চয়ন , সৈয়দ বায়েজিদ , এ্যাড. নূরুল হক মজুমদার (নান্টু) , এ্যাড. মো: ফজলুর রহমান , আনোয়ার হোসেন চপল, এ, কে, এম হুমায়ুন কবির , মো: জাকির হোসেন (ঝন্টু মোল্লা), মো: পলাশ হাওলাদার, মো: জুয়েল খান পিতা: মো: ফারুক খান, গোলাম রসুল মিলন , দুলাল ভূইয়া ,অনুরুন খুকি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.