ঢাকা: সরকার পতনের আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে সারাদেশে বেশ কয়েকটি ‘তারুণ্যের সমাবেশ’ করেছে বিএনপি’র তিন অঙ্গ সংগঠন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত এই তারুণ্যের সমাবেশ হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।
এর আগে চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, সিলেট ও খুলনায় যৌথভাবে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় সমাবেশের মধ্যদিয়ে শেষ হচ্ছে তারুণ্যের সমাবেশ।
এ সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে বড় শোডাউন করার প্রস্তুতি নিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।