পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের পক্ষ থেকে এ সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান দেশগুলোতে সফর শেষে ঢাকা আসতে আগ্রহ প্রকাশ করেছেন।
গত ২৪ জুলাই ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি মিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ওয়াই ইয়ের সফরের প্রস্তাব দেন।
তবে ড. মোমেন সে সময় আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দিতে কম্বোডিয়ায় থাকবেন। তাই সফর একদিন পেছানোর অনুরোধ করা হয়েছে। এখন চীন রাজী হলে এ সফর চূড়ান্ত হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৭ জানুয়ারি ঢাকার বিমানবন্দরে ৭ ঘণ্টা যাত্রা বিরতি করেছিলেন চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই।