মঙ্গলবার ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সই করা পৃথক পৃথক আদেশে তাদের চাকরিচ্যুত করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এ উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। পরে তাকে সচিব দফতরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়।
এছাড়া ডিএসসিসি সচিবের সই করা আলাদা আলাদা আরো দুটি দফতর আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন শ্রমিককে কর্মচ্যুত করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বার্থ রক্ষার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে দফতর আদেশে উল্লেখ করা হয়েছে।