অনলাইন ডেস্ক: চাকরি ক্ষেত্রে চলমান কোটা পদ্ধতি সংস্কার ও নিয়োগের ক্ষেত্রে বয়স ৩৫ করার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। আজ বিকাল চারটা থেকে ময়মনসিংহ শহরের বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
অবরোধ কর্মসূচি পালন কালে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। বক্তারা কোটার ক্ষেত্রে চলমান ৫৬ ভাগের স্থলে কমিয়ে ১০ ভাগে নামিয়ে আনাসহ ৫ দফা দাবি জানান। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।