আলিম সোহেল সাভার প্রতিনিধি : নব গঠিত ঢাকা-৩ আসনটি সাভার পৌর-বিরুলিয়া-ভাকুর্দা-তেতুলঝোড়া-বনগাঁ-কাউন্দিয়া সহ অন্যান্য ইউনিউন নিয়ে গঠিত।কার্যপক্রিয়াধীন এই আসনটিতে তৃনমুল জনতা আওয়ামীলীগ নেতা রাজিবকেই রেখেছে পছন্দের শীর্ষে।
খোঁজ নিয়ে জানা যায় বিএনপির শক্ত প্রতিদন্ধিদের বর্তমান অবস্থান বেশ নড়বড়ে হওয়ায় আওয়ামীলীগের অবস্থান এখানে বেশ শক্ত। ছাত্র রাজনীতি থেকেই আওয়ামীলীগকে আজকের এই অবস্থানে নিয়ে আশার ক্ষেত্রে রাজিবের স্মরনীয় ভুমিকা থাকায় দল-জনতা সকলেই রাজিবকে এই আসনে এমপি হিসেবে দেখতে চায়।এলাকাবাসির অভিমত দলের প্রয়োজনে, আমজনতার আকাংখার কথা মাথায় রেখে সকলকেই সাধ্যমত সহযোগিতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার উন্নয়নের রাজনীতিতে নিয়ে আসার ক্ষেত্রে রাজিবের অবদানকে সকলেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তারা আরো জানান ছোট ভাই সমর চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিমধ্যেই এলাকায় তার উন্নয়ন কর্মকান্ডের মধ্য দিয়ে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন।তারই ধারাবাহিকতায় রাজিব এমপি নির্বাচিত হলে উন্নয়নের গতি আরো বহুগুন বেড়ে যাবে বলে তাদের বিশ্বাস।এলাকাবাসি আরো জানায় প্রকৃত অর্থে যেহেতু এখানে আওয়ামিলিগের দৃশ্যত কোন কোন্দল নেই তাই রাজিব মনোনয়ন পেলে একরকম সহজেই নির্বাচনী বৈতরনি পার হতে পারবেন বলে তারা সকলেই আশাবাদি।