শুক্রবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া জানান, গণিত ভবনের সামনের রাস্তায় মৃত অবস্থায় পড়েছিলেন ঐ নারী। আশপাশের লোকজন জানিয়েছেন, তিনি ভাসমান ও ভবঘুরে প্রকৃতির। ঐ নারী দীর্ঘদিন ধরে ঢাবির আশপাশের এলাকায় থাকতেন।
ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।