অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে এবং ইউনিফর্ম পরে ক্যাম্পাসে প্রবেশ না করতে বলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। মঙ্গলবার (১০ এপ্রিল) বিকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘ঢাবি ক্যাম্পাস থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্যাম্পাসে এখন কোনও পুলিশ নেই। ক্যাম্পাসের ভেতর পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরে যেতেও নিষেধ করা হয়েছে।’

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের কোথাও পুলিশ নেই। ক্যাম্পাসের বাইরে মুক্তি ও গণতন্ত্র তোরণ, দোয়েল চত্বর, শাহবাগ, চানখাঁর পুলের মোড় ও ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আশেপাশে পুলিশ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের উত্তেজনা শুরু হয়। সংসদে মতিয়া চৌধুরীর বক্তব্য, হলে হামলা ও পুলিশি হামলার প্রতিবাদে একটা গ্রুপ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। তারা সরকারের কাছ থেকে কোটা সংস্কারের লিখিত দাবি করেছে তিন দিনের মধ্যে। সকাল থেকে একটি গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথমে মানববন্ধন করে। পরে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।