দর্পণ ডেস্ক :
তুলনামূলক ঢিলেঢালা জাঙ্গিয়া বা প্যান্ট ব্যবহারে পুরুষদের বীর্য ঘনত্ব বৃদ্ধি করে।
যুক্তরাষ্ট্রের গবেষকায় এক গবেষণায় প্রমান হয়েছে, শরীরের নিচের অংশে ঢিলেঢালা পোশাক পুরুষদের বীর্য বা শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড টিএইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ’- এর গবেষণায় উঠে আসে যে, যারা প্যান্টের নিচে ঢিলেঢালা জাঙ্গিয়া পরে তাদের বীর্য ঘনত্ব আঁটোসাটো আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া পরা ব্যক্তিদের তুলনায় ২৫% বেশী হয়। ৬৫৬ জন পুরুষকে নিয়ে এই গবেষণা চালানো হয়।
ঢিলে জাঙ্গিয়া পরার কারণে অন্ডকোষের আশেপাশে তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকা বীর্য ঘনত্ব বেশি হওয়ার কারণ হতে পারে বলে মনে করেন গবেষকরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসটি পুরুদের উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে বীর্যের ঘনত্বের তারতম্যের প্রধান কারণ জাঙ্গিয়া আঁটোসাটো না ঢিলেঢালা, সেটিকেই চিহ্নিত করছেন তারা।
অন্ডকোষের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর বীর্য উৎপাদনের হার যখন কমে যেতে থাকে তখন মস্তিস্ক এই হরমোন নির্গমন শুরু করে।
গবষেণায় দেখা যায়, যারা ঢিলঢালা জাঙ্গিয়া পরে থাকে তাদের দেহে এই হরমোনের উপস্থিতি আঁটোসাটো জাঙ্গিয়া পরা পুরুষদের চেয়ে ১৪% কম।
‘আঁটোসাটো প্যান্ট পরা পুরুষদের অন্ডকোষ ক্ষতিগ্রস্থ হওয়া সম্ভাবনা বেশি।’
অধ্যাপক স্পেইসে বলেন, “যাদের বীর্য উৎপাদনের হার অপেক্ষাকৃত কম, সেসব পুরুষ আঁটোসাটো প্যান্ট বা জাঙ্গিয়া ছেড়ে ঢিলে জাঙ্গিয়া পরা শুরু করলে তাদের বীর্য ঘনত্ব বৃদ্ধি পেতে পারে।”
গবেষকদের একজন হোর্হে শাভেরো বিবিসিকে বলেন, “দেহের সমস্ত বীর্য নতুন করে উৎপাদন হতে প্রায় তিনমাসের মত সময় লাগে। কাজেই আগে থেকে পরিকল্পনামাফিক কাজ করলে বীর্য ঘনত্ব ও পরিমাণ বৃদ্ধি করা সম্ভব।” সূত্র: বিবিসি

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.