ভারতের বেঙ্গালুরুতে বসবাস করেন স্বাতী। বেশ যন্ত্রণার মধ্য দিয়ে দিন যাচ্ছে তার। তার মুখের একদিক মারাত্মক ফুলে গেছে। এই ফোলা মুখের কারণে, তিনি প্রায় অচেনা হয়ে গিয়েছেন। বাড়ির বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
জানা গেছে, স্বাতী ওরিক্স ডেন্টাল মাল্টিস্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। অ্যানেস্থেশিয়ার পরিবর্তে ডাক্তাররা তাকে স্যালিসিলিক অ্যাসিড দিয়েছিলেন বলে তার অভিযোগ। চিকিৎসকরা চিকিৎসার বিষয়ে ভুল তথ্য দিয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
অভিনেত্রী স্বাতী সতীশ জানান, ডেন্টিস্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে- তার মুখের ফুলে যাওয়া অংশ ২-৩ দিনের মধ্যে কমে যাবে। কিন্তু তার রুট ক্যানেল চিকিৎসার তিন সপ্তাহ পরেও প্রচণ্ড ব্যথায় ভুগছেন। পাশাপাশি মুখের ফোলা অংশ না কমে বরং একেবারে বিভৎস আকার নিয়েছে। এ ঘটনায় ডেন্টিস্ট ও হাসপাতালের বিরুদ্ধে ডেন্টাল পদ্ধতি ভুল করা এবং অ্যানেস্থেশিয়ার জায়গায় স্যালিসিলিক অ্যাসিড দেওয়ার অভিযোগ করেছেন স্বাতী।
উল্লেখ্য, কিছুদিন আগেই এক দক্ষিণী অভিনেত্রী ভুল চিকিৎসায় মারা যান। পেটের অতিরিক্ত চর্বি অপসারণ করতে গিয়ে, ভুল অস্ত্রোপচারে প্রাণ সংশয় ঘটে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশের নাম।
স্বাতী বলছেন- এমন অস্বাভাবিক ঘটনা কখনো কল্পনাও করতে পারিনি।